ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে নাবালিকা মেয়েকে বিয়ে করতে যাওয়ায় বর ও কাজীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আকালু’র ছেলে মো. ইসলাম চিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামে ১৪ বছর বয়সী এক নাবালিকাকে বিয়ে করতে আসে।

এসময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয় । রাত সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল হক প্রধান কনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে বন্ধ করেন এবং বাল্যবিয়ে দেওয়ার অপরাধে সদর উপজেলার পাহাড়ডাঙ্গা গ্রামের বাসিন্দা ও বাঁশগাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের নামে এক কাজীকে ২০ দিনের এবং বর মো. ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

(জেএবি/এএস/এপ্রিল ২০, ২০১৬)