মাগুরা প্রতিনিধি : আসন্ন ৭মে চতুর্থ ধাপের  ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১টায় শালিখা  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্ধী প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে আইনশৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভা অনষ্ঠিত হয়।

শান্তি পূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে আইন শৃংখলা বাহিনীর নিরপেক্ষতা ও কটোর অবস্থানের কথা প্রার্থীদের সামনে তুলে ধরেন এ মত বিনিময় সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মুহ্ঃ মাহবুবর রহমান।

সভায় সভাপতিত্ব করেন শালিখা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার(সার্কেল) সুর্দশন কুমার রায়, জেলা নির্বাচন অফিসার মোঃ মুজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন টুকু, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রাজু আহম্মেদ ও থানা অফিসার ইনর্চাজ মোঃ আবু জিহাদ ফখরুল আলম খান।

সভায় শালিখা উপজেলার ৭ ইউনিয়নের ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী. ২৬৯ জন সাধারণ সদস্য পদ প্রার্থী ও ৬১ জন সংরক্ষিত মহিলা প্রার্থীসহ নির্বাচনী এজেন্টরা উপস্থিত ছিলেন।

(ডিসি/এএস/এপ্রিল ২০, ২০১৬)