নড়াইল প্রতিনিধি : নড়াইল শহরের রূপগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং এর দায়ে ইব্রাহিম (২৩ )নামে এক বখাটেকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত।

বুধবার বেলা ১১টার দিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ সাজা দেন।

জানাগেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী স্কুলে আসার পথে নড়াইল পৌর এলাকার মাছিমদিয়া গ্রামের আলাউদ্দিন মিনার বখাটে ছেলে ইব্রাহিম তাকে ইভটিজিং করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং ওই ইভটিজারকে আটক করে।

পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ঘটনার পর বিদ্যালয় মাঠে ভাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন সাক্ষ্য-প্রমাণ শেষে ওই বখাটেকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

এদিকে এ ঘটনার পর বিাদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বিদ্যালয়ে উপস্থিত হন। এ ঘটনায় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

(টিএআর/এএস/এপ্রিল ২০, ২০১৬)