মুক্তধারা ফাউন্ডেশন কতৃক আয়োজিত ২৫-তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা নিউইয়র্কে অনুষ্ঠিত হবে মে মাসের ২০, ২১ ও ২২ তারিখে । এ মেলার তিনদিন জুড়েই বসবে জমজমাট গানের আসর। উত্তর আমেরিকার সেরা শিল্পীরা ছাড়াও থাকবেন দুই বাংলার সেরা গায়ক-গায়িকারা।
শুক্রবার, মেলার উদ্বোধনী দিনে একক সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত নজরুল গীতি শিল্পী ফেরদৌস আরা। একই দিন আরো থাকবে প্রবাসের নতুন প্রজন্মের এক ঝাঁক উজ্জ্বল মুখ।


দ্বিতীয় দিন, শনিবার, রবীন্দ্র সঙ্গীত নিয়ে আসবেন কমলিনী মুখোপাধ্যায়। কোলকাতার এই প্রথিতযশা রবীন্দ্র সঙ্গীত শিল্পী জানিয়েছেন, বাংলা মেলায় গান শোনানোর সুযোগ পেয়ে তিনি আনন্দিত। সেই সন্ধ্যার তিনি শেষ শিল্পী। শ্রোতারা যতক্ষণ গান শুনতে আগ্রহী, ততক্ষণ তিনি গান শোনাবেন, কমলিনী জানিয়েছেন। একই দিন আরো গান শোনাবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নাহিদ নাজিয়া, এবং কানাডা থেকে আগত অতিথি শিল্পী শিখা আহমাদ ও ফারহানা শান্তা। এছাড়াও থাকবেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, সুতপা ও দেলওয়ার।


রোববার সান্ধ্য অধিবেশনে নজরুল গীতির আসরে অংশগ্রহণ করবেন বাংলাদেশের খ্যাতনামা শিল্পী সুজিত মোস্তফা। রবীন্দ্রনাথের রাগ-ভিত্তিক গানের আসরে অংশ নেবেন নতুন প্রজন্মের দুই শিল্পীঃ পারমিতা মুমু ও শ্রুতিকণা দাশ। তিনদিন ব্যাপী এই বইমেলার শেষ শিল্পী হবেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা সামিনা চৌধুরী। গত বছরের মেলায় সময়ের অভাবে বেশি গান শোনাতে পারেননি। এবার সে আক্ষেপ পুষিয়ে দেবেন বলে জানিয়েছেন সামিনা চৌধুরী।


এছাড়া অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত পরিষদ ও রঞ্জনী।