নিউজ ডেস্ক : ঘরকে মনের মতো করে সাজিয়ে তুলতে কে না পছন্দ করে। সারাদিন কাজ শেষে ঘরে ফিরে সবাই চায় একটু প্রশান্তি। আপনার ঘর যদি থাকে সাজানো গোছানো তাহলে তো কোন কথাই নেই। তাই ঘরকে দৃষ্টিনন্দন করে তুলতে একগুচ্ছ ফুলের কোন জুড়ি নেই।

আপনার বসার ঘর থেকে শুরু করে শোবার ঘর পর্যন্ত সাজাতে পারেন ফুল দিয়ে। ঘরের এক পাশে ফুলদানিতে সাজানো একগুচ্ছ ফুল নিমেষে ঘরে নিয়ে আসে সতেজ আমেজ।

তবে এ ক্ষেত্রে ফুলদানি নির্বাচন গুরুত্বপূর্ণ। পছন্দসই সিরামিক, কাঁচ, মাটির ফুলদানি ব্যবহার করতে পারেন। ফরসিলিন বা মেটালের ফুলদানিও ব্যবহার করতে পারেন, তাতে করে বেশ অভিজাত ভাব আসবে।

ফুলদানিতে বিভিন্ন প্রজাতির ফুল রাখলে ভালো লাগবে। রাখতে পারেন গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিওলাস ফুল। এছাড়া ফুলের সাথে পাতাবাহারজাতীয় পাতাও রাখতে পারেন। এতে আপনার ঘরে প্রাকৃতিক ছোঁয়া অনুভূত হবে।


সবসময় লাল, কমলা রঙের ফুল না রেখে একটু ব্যতিক্রমী রঙের ফুল রাখার চেষ্টা করুন, যেমন বেগুনি, হলুদ, হালকা গোলাপি। ফুলদানিতে একই রকম ফুল না রেখে বরং দু-তিন রকমের ফুল রাখুন দেখতে ভালো লাগবে।

ডাইনিং টেবিলে ফুলদানিতে সাজিয়ে রাখতে পারেন ফুল। শোবার ঘরে রাখতে পারেন রজনীগন্ধা ফুল, এতে আপনার ঘর থাকবে সুবাসিত।

আপনার রুচি ও পছন্দ অনুসারে ফুল দিয়ে রাঙিয়ে তুলতে পারেন ঘর। দেখবেন এক রকম স্বস্তিতে ভরে থাকবে আপনার মন।

(ওএস/এএস/এপ্রিল ২১, ২০১৬)