স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয়বার আইপিএল শিরোপা জেতার পর বুধবার ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। আইপিএলের সপ্তম আসরের ষষ্ঠ ভ্যালুয়েবল ক্রিকেটার হয়েছেন অলরাউন্ডার সাকিব। তিনি ব্যাট হাতে ২২৭ রান করেছেন ও বল হাতে ১১ উইকেট নিয়েছেন। বাংলাদেশি এই ক্রিকেটারের আইপিএল আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে এবার সিয়েট বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায়।

তবে আইপিএলে এমন সাফল্য পেয়ে দেশে ফিরে মুখে কুলুপ এঁটেছেন সাকিব। বুধবার বিমানবন্দরে অপেক্ষমাণ মিডিয়ার সঙ্গে কথা বলেননি। এড়িয়ে গেছেন সবার অনুরোধ। বিকালে অনেকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে। সাকিবের আইপিএল অভিজ্ঞতা জানতে সাংবাদিকরা খুব সকালে গিয়েছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সাংবাদিকদের উপস্থিতি দেখে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক খুব খুশি হননি। তার মুখশ্রীই তা বলে দিয়েছে। প্রতক্ষ্যদর্শীদের একজন জানান, অনেকের অনুরোধ উপেক্ষা করে গাড়ি নিয়ে বাসায় চলে যান সাকিব। পরে বাসায় গিয়ে কথা বলার চেষ্টাতেও ব্যর্থ হন সাংবাদিকরা। সাকিব নিরাপত্তাকর্মীকে গেট বন্ধ করে দিতে বলে বাসায় চলে যান।

(ওএস/এইচআর/জুন ০৫, ২০১৪)