দিনাজপুর প্রতিনিধি : তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরে আজ শনিবার খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে এই ভোটগ্রহন শুরু হয়েছে।

খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫৪টি কেন্দ্রে এই ভোটগ্রহন চলছে। এই ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সদস্য পদে ২১৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৬ জন প্রতিদ্বন্দীতা করছেন। এই ৬টি ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৬৩ জন।

এদিকে শান্তিপুর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহনের জন্য সবরকম প্রস্তুতি গ্রহন করেছে প্রশাসন। ৬টি ইউনিয়নে মোট আনসার ও গ্রাম পুলিশ ছাড়াও মোট ৩৫৮ জন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ৪ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে র‌্যাব ও বিজিবি সমন্বয়ে ৪টি ভিজিলেন্স টীম বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছে।

(এটি/এস/এপ্রিল২৩,২০১৬)