স্পোর্টস ডেস্ক, ঢাকা : দুরন্ত ছন্দে থাকা 'বিবিসি'কে নিয়েই যত অঙ্ক প্রতিপক্ষ কোচের, যত আলোচনা সমর্থকদের৷
বিবিসি মানে--- বেঞ্জিমা, বেল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ চলতি মরসুমে রিয়াল মাদ্রিদ করেছে ১৩৫ গোল৷ তিন ফরোয়ার্ডের যোগ ফল, ৮৫৷ গোলের মধ্যে থাকা তিন সুপারস্টারই এখন যাবতীয় আলোচনার কেন্দ্রে৷

ফরাসি ফুটবলার করিম বেঞ্জিমা নিজেও আপ্লুত দুই সতীর্থ ফরোয়ার্ডকে নিয়ে৷ বলেই দিয়েছেন, 'ওরা অসাধারণ ফুটবলার৷ মাঠে হোক আর মাঠের বাইরে, বেল-ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করি৷ ওদের মতো প্লেয়ারের পাশে খেললে অনেক কিছুই সহজ হয়ে যায়৷ গতি, টেকনিক আর শক্তির চমত্‍কার মিশেল রয়েছে ওদের৷'

বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে গত বার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছিল রোনাল্ডোর রিয়াল মাদ্রিদকে৷ এ বার তাদের বিরুদ্ধেই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ৩-০ জিতেছে রিয়াল৷ তবু বরুসিয়ার ঘরের মাঠের ম্যাচ নিয়ে কম চাপ নেই৷ আজ জার্মানিতে বরুসিয়ার বিরুদ্ধে ফিরতি ম্যাচ৷ জয়ের দিকেই চোখ রেখেছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা৷

বেঞ্জিমা যেমন বলেছেন, 'আমরা আক্রমণাত্মক ফুটবল খেলি৷ টিমে বেশ কিছু অসাধারণ ফুটবলার রয়েছে৷ যারা প্রচুর গোলও করছে৷ তারাই টিমকে জয়ের মধ্যে রেখেছে৷' একই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন, 'আমরা একটা টিম৷ তিন জন ফরোয়ার্ডই সব নয়৷ আমরা তিন ফরোয়ার্ড পুরো টিম থেকে সাহায্য পাই বলেই সফল হচ্ছি, গোল পাচ্ছি৷'

চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ সফল ত্রয়ী৷ রোনাল্ডো করেছেন ১৪ গোল৷ বেলের ৫৷ আর করিম বেঞ্জিমার রয়েছে ৪ গোল৷ বরুসিয়ার বিরুদ্ধেও ফিরতি ম্যাচেও কার্লো আন্সেলোত্তির বাজি 'বিবিসি'ই৷ ২৪ মে লিসবনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কাকে চাইছেন, রিয়াল বনাম প্যারিস সাঁ জাঁ? বেঞ্জিমা হাসতে হাসতে বলেছেন, 'কেন এমন বলছেন? রিয়াল আমার টিম বলে, আর প্যারিস সাঁ জাঁ ফরাসি টিম বলে? গত তিন বছরে আমরা চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন বার সেমিফাইনাল খেলেছি৷ এ বার আমরা ভালো খেলছি৷ তবে ফাইনালে পেঁৗছতে আরও কয়েকটা ম্যাচ জিততে হবে৷ আমরা ফাইনালের খুব কাছাকাছি আছি৷'

ডর্টমুন্ড কোচ যুরগেন ক্লপ হাল ছাড়তে রাজি নন৷ তিনি গতবারের বড় জয়কে উদাহরণ করে তাতাচ্ছেন তাঁর ছেলেদের৷ ক্লপের মন্তব্য,'মাদ্রিদে আমাদের অনেককে পাইনি৷ এখানে পাব৷ রিয়ালকে যে ৪ গোল দেওয়া যায়, তা গতবার দেখিয়েছি৷ এ বারও দেখাতে পারি৷'

(ওএস/এইচ/এপ্রিল ০৮, ২০১৪)