ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ব্যাটরিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাজিব আহম্মেদ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি তাড়া–ইল উপজেলার বরুয়া গ্রামের রহমান তালুকদারের ছেলে ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এ ঘটনায় নারী ও শিশু সহ আহত হয়েছেন আরো ৪ জন যাত্রী।
জেলার নান্দাইল উপজেলার খলাপাড়া এলাকায় বুধবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নান্দাইল চৌরাস্তা মোড় থেকে রাতে কিশোরগঞ্জের তাড়াইলগামী একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সাথে খলাপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৫জন যাত্রী গুরুতর আহত জন। এলাকাবাসী আহদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে চিকিৎসারত অবস্থায় তাড়াইল হাসপাতালে কলেজ ছাত্র বাজিব মারা যান। আহত অন্যদের ময়মনসিংহ ও কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ফরাজী দুর্ঘটনার সত্যতা স্বীকার বলেন, নিহতের লাশ রাতেই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সাজ্জাতুল ইসলাম সাজ্জাত
(এসইএস/এএস/জুন ০৫, ২০১৪)