স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে শুনানি গ্রহণ শুরু হয়। বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। কামারুজ্জামানের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নেন।

গত মঙ্গলবার আপিল বিভাগের এই বেঞ্চ আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ জুন পর্যন্ত শুনানি মুলতবি করেন। কামারুজ্জামানের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রস্তুতির জন্য পাঁচ সপ্তাহ সময় চেয়েছিলেন। পরে আদালত ৩ জুন পর্যন্ত সময় মঞ্জুর করেন। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও আসামিপক্ষে আইনজীবী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই বছরের ৬ জুন ওই সাজা বাতিল করে খালাস চেয়ে কামারুজ্জামান আপিল করেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর আপিলের সার-সংক্ষেপ জমা দেয় আসামিপক্ষ। তবে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি।

এই আপিল শুনানির জন্য প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন চার বিচারপতির সমন্বয়ে বেঞ্চ গঠন করে দেন।


(ওএস/এটিআর/জুন ০৫, ২০১৪)