চাটমোহর(পাবনা)প্রতিনিধি :পাবনার চাটমোহরে একটি ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা করতে দেরি হওয়ায় এলাকাবাসীর বিক্ষোভে গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে এমদাদ হোসেন ইন্দা নামের একজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গণনা শেষ হলেও ওই ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলমগীর হোসেন ফলাফল ঘোষণা করতে বিলম্ব করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিলে বিক্ষুব্ধকারীরা স্থানীয় সড়ক অবরোধ করে। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল ছোঁড়ে। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ এমদাদ হোসেন ইন্দা নামের একজনকে উদ্ধার করে চাটমোহর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিক্ষুব্ধরা ইট পাটকেল নিক্ষেপ করে বিজিবির গাড়ি ভাংচুর করে। এতে বিজিবি সদস্য নুরুল ইসলাম আহত হয়ছেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. মো: হাসান উজ্জামান এমদাদ নিহতের বিষয়টিন নিশ্চিত করেছেন।

তবে চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার দাবি করেন, এক মেম্বার প্রার্থী পুনরায় ভোট গণনার দাবিতে প্রিসাইডিং অফিসারকে চাপ দেন। কিন্তু প্রিসাইডিং অফিসার তার দাবি না মানায় মেম্বার প্রার্থীর সমর্থকরা সড়ক অবরোধ করে বিশৃঙাখলা সৃষ্টি করে। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুঁড়লে একজন নিহত হয়।



(এসএইচএম/এস/এপ্রিল২৪,২০১৬)