টাঙ্গাইল প্রতিনিধি : “হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবো না আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস জাতীয়ভাবে পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসুচির মধ্যে ছিল শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, র‌্যালী ও বিনামুল্যে গাছের চারা বিতরণ।

আজ বৃহস্পতিবার সকালে শহরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ মাঠ থেকে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবু নাসের খান প্রমুখ। এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়।
(এমএনইউ/এএস/জুন ০৫, ২০১৪)