রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে তার নিজ গ্রামের মসজিদের ইমাম ও স্থানীয় এক মাদ্রাসার শিক্ষককে আটক করা হয় বলে জানান রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।

আটকরা হলেন- দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী (৩২) ও গোপালপুর মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমান (৪৮)। এদের মধ্যে রায়হানের বাড়ি উপজেলার তালঘরিয়া ও মুনসুরের বাড়ি খাজাপাড়া গ্রামে।

পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী তার নিজ গ্রামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু তার গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী গান বাজনা পছন্দ করতেন না। বিরোধিতা করেন স্কুল প্রতিষ্ঠায়। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আর সন্দেহজনভাজন হিসেবে শিক্ষকের পাশের গ্রামের খাজাপাড়ার মাদ্রাসা শিক্ষক মুনসুরকে আটক করা হয়েছে।

এ নিয়ে শিক্ষক হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হলো বলে জানান মহানগর পুলিশ কমিশনার।

এর আগে গত শনিবার সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে।

(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০১৬)