মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং খোয়াজপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার মঠেরবাজারে মঙ্গলবার রাতে ঢাকা থেকে আগত শিল্পীদলের অংশগ্রহণে এক বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার দীপংকর বর অনুষ্ঠান শুরুতে জানান, বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীদল দেশের সকল জেলায় সঙ্গীত পরিবেশন করেন। তারই ধারাবাহিকতায় সহকারী পরিচালক (সঙ্গীত) মো. শহীদুল ইসলাম খান এর নেতৃত্বে কন্ঠশিল্পী মো. মিজানুর রহমান, শ্যামা সরকার, বংশী বাদক মো. আনসার আলী, তবলচী বশির আহমেদ এবং দোতারী শরিফুল ইসলাম সমন্বয়ে এই সঙ্গীত পরিবেশিত হয়।

সংগীতানুষ্ঠানে শিক্ষা এবং সামাজিক সচেতনতামূলক সঙ্গীত ছাড়াও বিনোদনমূলক সঙ্গীতও পরিবেশিত হয়।
স্থানীয় খোয়াজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মাদ আলী মুনসীসহ সহস্রাধিক জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও একই শিল্পীদল আচমত আলী খান স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সঙ্গীত পরিবেশন করেন।

(এএসএ/এএস/এপ্রিল ২৭, ২০১৬)