স্টাফ রির্পোটার : দৈনিক বাংলা ৭১, অনলাইন পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজ ও মুক্তিযুদ্ধ বিষয়ক ত্রৈমাসিক উত্তরাধিকার ৭১- এর সম্পাদক প্রবীর সিকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে চীন যাচ্ছেন।

আগামীকাল শুক্রবার সকাল ৭ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন তিনি। দ্বিতীয় চায়না-দক্ষিন এশিয়া এক্সপো ২০১৪ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল আগামী ১০ জুন পর্যন্ত চীন সফর করবেন। আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর চীন-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা ও বন্ধুত্বের ক্ষেত্রে বিরাট সাফল্য বয়ে আনবে। প্রতিনিধি দলটি ১১ জুন দেশে ফিরবেন।

উল্লেখ্য, রাজাকার বিরোধী লেখালেখির কারণে ২০০১ সালের ২০ এপ্রিল প্রবীর সিকদারের উপর নৃশংস হামলা হয়। বোমা, গুলি আর চাপাতির কোপে তাকে হারাতে হয় একটি পা। স্বাভাবিক কর্মক্ষমতা হারায় একটি হাত। শরীরে তাকে বয়ে বেড়াতে হয় বোমার অসংখ্য স্প্লিন্টার। কৃত্রিম পায়ে ভর করে নতুন জীবন যুদ্ধ করে যাচ্ছেন একাত্তরের মুক্তিযুদ্ধে বাবা-কাকা-দাদুসহ সর্বস্ব হারানো প্রবীর সিকদার।
(এএস/জুন ০৫, ২০১৪)