দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জমিজমা বিরোধ সংক্রান্ত ছোট ভাইয়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার বড়ভাইকে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত রশির উদ্দিনের বড়ছেলে ধজির উদ্দিন (৬৫) ও ছোটছেলে মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের মধ্যে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ কারণে গত বুধবার উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারি ঘটনাকে কেন্দ্র করে ওইদিনই থানায় বড়ভাই ধজির উদ্দিনসহ ৭জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন ছোটভাই মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। ওই মামলার সূত্র ধরে পুলিশ ধজির উদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, থানার নিয়মিত মামলার আসামী হওয়ায় ধজির উদ্দিনকে আটক করা হয়েছে।

(এসিজি/এএস/এপ্রিল ২৮, ২০১৬)