মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবস্থিত শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের খন্ডকালীন শিক্ষক বাসুদেব সাহা প্রদীপের বিরুদ্ধে দশম শ্রেণীর এক ছাত্রীকে পিটিয়ে হাতের আঙ্গুল ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঐ শিক্ষককে সাসপেন্ডসহ ৩ সদস্যের  তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়, স্কুল, পারিবারিক ও ছাত্রীর বাবার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী সানজিদা ইসলাম ক্লাসের পড়া না দিতে পারা ও নির্দিষ্ট ইংরেজী গ্রামার বই না আনার অভিযোগ এনে স্টীলের স্কেল দিয়ে পিটিয়ে আহত করে খন্ডকালীন শিক্ষক বাসুদেব সাহা প্রদীপ। এতে করে তার হাতের আঙ্গুল ভেঙ্গে যায়।

এই ঘটনাটি সানজিদা তার বাড়িতে গিয়ে না জানালেও পরে তার আঙ্গুল ফুলতে থাকে। পরবর্তীতে অভিভাবকরা টের পেয়ে ডাক্তারের কাছে নিয়ে এক্সরে করে জানতে পারে আঙ্গুল ভেঙ্গে গেছে।

এই ঘটনায় ২৬ এপ্রিল সানজিদার বাবা হায়দার ফকির অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে বাসুদেব সাহা প্রদীপকে সাসপেন্ডসহ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ভূক্তভোগী ছাত্রী সানজিদা ইসলাম জানায়, স্যার আমাদেরকে নির্দিষ্ট একটি গ্রামার কিনতে বলেছিল। আমরা না কেনায় আমিসহ আমার ৬/৭ জন বান্ধবীকে প্রদীপ স্যার স্টীলের স্কেল দিয়ে এলোপাতারি পিটাতে থাকে। আমি হাত দিয়ে ঠেকাতে গেলে আমার হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। আমি এখনও হাত দিয়ে লিখতে পারিনা।

শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেচুর রহমান জানান, ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে খন্ডকালীন শিক্ষক বাসুদেব সাহা প্রদীপকে সাসপেন্ডসহ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জীব কুমার বালা জানান, অভিযোগের ভিত্তিতে তাকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এএসএ/এএস/এপ্রিল ২৮, ২০১৬)