শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা শহরের প্রান কেন্দ্রে অবস্থিত পালং হরিসভায় জেলার কেন্দ্রীয় মন্দির ও ঋষিপাড়া কালিমন্দিরে ঢুকে শুক্রবার গভীর রাতে একদল দুস্কৃতিকারী জগদার্থী, লোকনাথ, কালি মূর্তি, স্বরস্বতী, অষ্টসুখীসহ প্রায় ১৫টি প্রতিমা ভাংচুর করেছে।

এ সময় পালং বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী দেখতে পেয়ে চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে সিরাজুল ইসলাম নামে একজনকে হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে সদর থানার পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় জেলার হিন্দু সম্প্রদায় সকাল সাড়ে ১০টায় জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আইজিপি একেএম শহীদুল হক আজ বিকেলে শরীয়তপুর স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং এর জেলা সমাবেশে অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। শুক্রবার থেকেই আইজিপির জেলা সদরে উপস্থিতিকালে মূর্তি ভাংচুরের ঘটনাকে নাশকতা বলে ধারনা করছেন অনেকে।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে পুলিশ।

(কেএনআই/এএস/এপ্রলি ৩০, ২০১৬)