লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : জল্পনা-কল্পনা শেষে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। মনোনয়ন পরিবর্তন হওয়ার খবরে ইউনিয়ন জুড়ে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

জানা গেছে, লোহাগড়া উপজেলার ১২নং কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গত ২৮ এপ্রিল স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড কর্তৃক আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান আজিজুর রহমান (আজু)। বিগত ২০১৫ সালের ৩০ এপ্রিল ওই ইউনিয়নের শালবরাত গ্রামে গৃহবধূ ববিতা বেগম (২৩) কে গাছের সাথে বেঁধে নির্যাতন করে তার শ্বশুর বাড়ীর লোক জন। ববিতার ওপর নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমে তোলপাড়ের সৃষ্টি হয়। নির্যাতনের ঘটনায় ববিতার মা খাদিজা বেগম বাদী হয়ে আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান (আজু)সহ সাত জনকে আসামী করে লোহাগড়া থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আ’লীগ নেতা আজিজুর রহমান (আজু) দলীয় মনোনয়ন দেওয়ায় নড়াইল-লোহাগড়া জুড়ে নেতা-কর্মী ও সমর্থকসহ সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর এক দিন পর ২৯ এপ্রিল কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান শেখ মতিয়ান রহমান কে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন বোর্ডের প্রধান আ’লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত একটি চিঠি লোহাগড়ার কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ করা হয়েছে।

এদিকে, দলীয় মনোনয়ন পরিবর্তন হওয়ার খবরে ইউনিয়ন জুড়ে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে। আওয়ামীলীগ নেতা কাজী শাহাদৎ হোসেন বাবু, উদয় শংকর নন্দী, মধুসূধন শীল, নূর মোহাম্মদ শেখ, সাজ্জাদুর রহমান কচিসহ একাধিক নেতা শনিবার বিকালে সাংবাদিকদের জানান, ‘স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শেখ মতিয়ার রহমানকে দলীয় মনোনয়ন প্রদান করায় আমরা যারপরনাই খুশি’।

(আরএম/এএস/এপ্রলি ৩০, ২০১৬)