নড়াইল প্রতিনিধি : নড়াইলে ট্যাক্স, ভ্যাট আইন ও তার প্রয়োগ বিধি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের আলাদাতপুর এলাকায় হামিদ ম্যানসনে অনুষ্ঠিতসভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।

এসময় বক্তব্য রাখেন নড়াইল ট্যাক্স, ভ্যাট কর্মকর্তা কবির আহমেদ, সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাসান, মুক্তিযোদ্ধা এডভোকেট এস এ মতিন প্রমুখ।

এসময় ট্যাক্স, ভ্যাট আইন ও তার প্রয়োগ বিধি সম্পর্কে বিভিন্ন ধারনা দেওয়া হয়। সরকারের কোষাগারে ট্যাক্স, ভ্যাট জমা দেওয়ার জন্য জন সাধারনকে আগ্রহী করার জন্য আহব্বান জানান বক্তরা।

(টিএআর/এএস/এপ্রলি ৩০, ২০১৬)