বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থীরা নির্বাচিত হয়েছে। গত ২ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, সোনাইছড়ি ও নাইক্ষ্যছড়ি সদর ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবু সৈয়দ ২২৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম কোম্পানী পেয়েছেন ২১৯১ ভোট। এই ইউনিয়নে সংরক্ষিত আসনে জহুরা বেগম, ফাতেমা বেগম ও লায়লা বেগম সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও ১ হতে ৯ নং ওয়ার্ডে আরেফ উল্লাহ ছুট্টু, রবিসেন বড়ুয়া, আলী আহমদ, মো. ফয়েজ উল্লাহ, বাদশা আলম, ফরিদুল আলম, মোহাম্মদ আলী, মো. হাসান ও আবুল হোসেন সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে ঘুমধুম ইউনিয়নে আওয়ামী লীগসমর্থিত একেএম জাহাঙ্গীর আলম ২১৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিল স্বতন্ত্র প্রার্থী সজিব তংচংঙ্গ্যা। তিনি পেয়েছিলেন ১৫১৭ ভোট। এই ইউনিয়নে সংরক্ষিত আসনে ফাতেমা বেগম, খালেদা বেগম ও শ্রীমতি চিংমে তংচংঙ্গ্যা সদস্য নির্বাতিন হন। নির্বাচিত ৯ ওয়ার্ডের সদস্যরা হলেন, আব্দুল গফুর, দিল মোহাম্মদ, সৈয়দ আলম, কামাল উদ্দিন, আব্দুল করিম, সুব্রত বড়ুয়া, বাবুল কান্তি চাকমা ও কেমরাউ তংচংঙ্গ্যা। ৭ নং ওয়ার্ডে ২ প্রার্থী সমভোট পাওয়ায় ফলাফল স্থগিত রয়েছে।
সোনাইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভাপতি বাহাইন মারমা ৭০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি’র সভাপতি ডা. চাই হ্লা থোয়াই মারমা পেয়েছেন ৫৫৮ ভোট। এই ইউনিয়নে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হয়েছেন যেইনু মারমা, নাইউসাং মারমা, নুরনাহার বেগম। নির্বাচিত সদস্যরা হলেন, মংফু থোয়াই মারমা, ক্যজ মারমা, আব্দুর রহিম, ঞোছামং মারমা, ফোচিং মারমা, সাইফুল ইসলাম, মং হ্লা অং তংচংঙ্গ্যা, আব্দুল হাকিম ও নুরুল আলম।
সীমানা সংক্রান্ত জটিলতা থাকার কারণে নির্ধারিত সময়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। সীমানা সংক্রান্ত জটিলতার মামলা উচ্চ আদালত হতে খারিজ হওয়ার পর ২ জুন নির্বাচনের তারিখ নির্ধারন করে তফসীল ঘোষনা করে নির্বাচন কমিশন।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপজেলাবাসী ও নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
(এমএফবি/এএস/জুন ০৫, ২০১৪)