স্টাফ রিপোর্টার : সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আমার দেশ পত্রিকার চেয়ারম্যান মাহমুদা বেগম।

বৃহস্পতিবার দুপুরে চতুর্থ যুগ্ন জেলা জজ মো. আবু তাহেরের আদালতে ২১৮ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৬৭৪ টাকার ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্র সচিবসহ ৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

জানা গেছে, মামলা দায়েরর আগে মাহমুদা বেগমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম স্বরাষ্ট্রসচিবসহ ৮ জনের কাছে লিগ্যাল নোটিস পাঠিয়েছিলেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৩ সালের ১১ এপ্রিল সরকার কোনো প্রকার নিয়ম নীতি ছাড়াই আমার দেশ পাবলিকেশন লিমিটেড সিলগালা করে দেয়। বন্ধ থাকার এই দীর্ঘ সময়ে পত্রিকাটির ২১৮ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৬৭৪ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আর এ ক্ষতিপূরণ সরকারকে পরিশোধ করতে হবে।

(ওএস/এটিআর/জুন ০৫, ২০১৪)