মাগুরা প্রতিনিধি : মাথার উপর গাছের শুকনা ডাল ভেঙ্গে পড়ায় কন্যা রিয়া বিশ্বাস (১৪) নিহত ও বাবা সজল বিশ্বাস (৪০) আহত হয়েছে।  আজ সোমবার সকালে যশোর-মাগুরা সড়কের শালিখার শতখালীর পিয়াল’স ইটভাটা এলাকায়  এ ঘটনা ঘটে। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার শিরিশদিয়া গ্রামে।

জানা গেছে, সজল বিশ্বাস তার কন্যা রিয়াকে নিয়ে যশোরের চৌগাছা থেকে মটরসাইকেল যোগে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে তারা এ দূর্ঘটনার শিকার হন। স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রিয়াকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত হওয়ায় সজল বিশ্বাসকে মাগুরা সদর হাসপাতালে স্থানান্তর করেন। রিয়া বিশ্বাস আলুকদিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।


(ডিসি/এস/মে,০২,২০১৬)