স্টাফ রিপোর্টার : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের জন্য আগামী ১১ জুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলাটিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহীন আহমেদ অসুস্থ থাকায় সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আবদুর রশিদ এ দিন ধার্য করেন।

তবে আদালতে উপস্থিত হননি এরশাদ। তার পক্ষে আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম হাজিরা দেন।

এর আগে গত ১৫ মে আত্মপক্ষ সমর্থন করে রাডার ক্রয়ে দুর্নীতির কথা অস্বীকার করেন এরশাদ। মামলার অপর দুই আসামি বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ এবং সুলতান মাহমুদও দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। এ মামলার আসামি একেএম মুসা শুরু থেকেই পলাতক।

মামলাটি নিষ্পত্তিতে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়েরের পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে। এরপর ১৯৯৫ সালের ১২ আগস্ট মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

(ওএস/এটিআর/জুন ০৫, ২০১৪)