অভিজিত রাহুল বেপারী : পিরোজপুরের মঠবাড়িয়ায়  স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে শহীদ নূর হোসেনের নাম ব্যবহার করে তার আত্মীয়  স্বজনরা  প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভিপি সম্পত্তি দখলের চেষ্টায় রত বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছে । মঙ্গলবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে ক্ষতিগ্রস্ত  কৃষক পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করেন  মোঃ বেলায়েত হোসেন।

মোঃ বেলায়েত হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, মঠবাড়িয়া উপজেলার ঝাটিবুনিয়া গ্রামে শহীদ নূর হোসেনের পৈতৃক নিবাস অবস্থিত। ওই এলাকার কৃষকরা গত ৪৫ বছর ধরে ১৯ একর ভিপি সম্পত্তি লিজ নিয়ে চাষাবাদ করে আসছিল।

সম্প্রতি শহীদ নূর হোসেনের চাচাতো ভাই রুহুল আমিন এবং তার সহযোগী স্থানীয় আব্দুল হাকিমসহ কয়েকজন শহীদ নূর হোসেন স্মৃতি সংসদের নামে সাইনবোর্ড টানিয়ে ওই জমি দখলের প্রচেষ্টায় রত আছে ।উক্ত জমি স্থানীয় কৃষকরা যাতে আগের মত যাতে লিজ নিয়ে চাষাবাদ করতে পারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়।

(এআরবি/এএস/মে ০৩, ২০১৬)