বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখায় উপজেলায় প্রশাসনের উদ্দোগে কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে অনলাইন আউটসোসিং কোর্সের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। উক্ত কোর্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

উপজেলার বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রদত্ত ১২টি কম্পিউটার দিয়ে অনলাইন আউট সোসিং কোর্সের সুচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমান। অনুষ্ঠানে বকত্ব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. প্রনয় কুমার দে, আনোয়ার উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. সুয়েব আহমদ, সাইফুল ইসলাম অপু প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমিনুর রহমান জানান, বাংলাদেশে এই প্রথম সরকারি ব্যবস্থাপনায় দানশীল ব্যক্তিদের কাছ থেকে পাওয়া কম্পিউটার দিয়ে অনলাইন আউটসোসসিং কোর্সের যাত্রা শুরু হয়েছে। তিনি আশা করেন এ কোর্সের মাধ্যমে মফস্বলের শিক্ষিত তরুণ-তরুণীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে দেশ-বিদেশ থেকে অর্থ উপাজন করতে পারবে।
অনুষ্ঠানে আইসিটি উপজেলা পর্যায়ে অবদান রাখার জন্য সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. সুয়েব আহমদকে ক্রেস্ট প্রদান করা হয়।
(এলএস/এএস/জুন ০৫, ২০১৪)