কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর মোল্লাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে মসজিদ কমিটির দু’গ্রুপের  সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নজরুল (৩০), ফারুক (৩০), লিপি খাতুন (২৬), আতাহার মোল্লা (৩১), রেজাউল (৩০), আসান মোল্লা (৪৮), সান্টু মন্ডল (৪২), মঞ্জু শেখ (২৫), কুদ্দুস মোল্লা (৬০), কাজল মোল্লা (৭০), আজাদ আলী (৪০) ও মুক্তার (৩০)। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাপাড়া মসজিদের পুরনো ও নতুন কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সকালে নতুন কমিটির সদস্যরা মসজিদের পুকুরে মাছ ধরতে গেলে পুরনো কমিটির সদস্যরা বাধা দেন। এনিয়ে দু’গ্রুপের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(কেকে/এএস/জুন ০৫, ২০১৪)