মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের আচমত আলী খান স্টেডিয়ামে মাসব্যাপী  হস্ত, তাঁত ও কুটির শিল্প নামের বাণিজ্য মেলায় র‌্যাফেল ড্র এর নামে জুয়া ও হাউজি খেলা বন্ধের দাবিতে মাদারীপুর বণিক সমিতির উদ্যোগে বুধবার সকাল থেকে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করে প্রতিবাদ জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর বণিক সমিতি প্রায় দুই সপ্তাহ ধরে মেলায় র‌্যাফেল ড্র এর নামে জুয়া ও হাউজি খেলা বন্ধের দাবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ করে আসছে। এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করে প্রতিবাদ জানানো হয়।

মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূইয়া জানান, র‌্যাফেল ড্র এর নামে এই জুয়া খেলা ব্যবসায়িকদের পাশাপাশি সচেতনমহলসহ সাধারণ মানুষও চায়না। তাই আমরা দ্রুত এটা বন্ধের দাবি জানাই।

(এএসএ/এএস/মে ০৪, ২০১৬)