স্টাফ রিপোর্টার : প্রস্তাবিত নতুন অর্থবছরের বাজেটে করহ্রাসের কারণে ভোজ্যতেলসহ কিছু নিত্যপণ্যের দাম কমতে পারে।

যেসব পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে- আলু, পেয়াজ, রসুন, ছোলা বুট, ডাল, আদা, হলুদ, মরিচ, চাল, গম,রঙ, গ্লাস, সিরামিক পন্য, রাবার, অগ্নিনির্বাপন সামগ্রী, বস্ত্র তৈরির উপকরণ, রিকন্ডিশন গাড়ি, ভুট্টা, আটা, ময়দা, লবণ, চিনি ইত্যাদি। এছাড়া ওষুধ, ক্যানসারের ওষুধ, ফার্নিচার, জাহাজশিল্পের উপকরণ, পল্ট্রিশিল্পের কাঁচামাল, কাগজ, দেশি ডায়াপার ইত্যাদি পণ্যের দামও কমছে।


প্রস্তাবিত বাজেটে এসব পণ্য লোকাল এলসি উৎসে কর কর্তনের আওতাবহির্ভুত রাখা ও অনুমিত কমিশনের উপর কর কর্তনের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব রাখায় এসব পণ্যের দাম কমছে।

(ওএস/এটিআর/জুন ০৫, ২০১৪)