দিনাজপুর প্রতিনিধি :পিডিবি দিনাজপুর ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ সরবরাহ দপ্তরের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে গতকাল বুধবার পৃথক দুই ব্যবসায়ীর কাছ থেকে ৩৩হাজার ৯১৪টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, দপ্তরের সহকারি প্রকৌশলী মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে পৌর শহরের স্টেশন রোড এলাকার ববিতা বরফ ফ্যাক্টরীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে ফ্যাক্টরীর মালিক বাচ্চু রহমানকে ১৬হাজার ৯৯২টাকা এবং বারোকোনা এলাকার শাহীনুর রহমান নামের ব্যক্তিকে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অপরাধে ১৬হাজার ৯২২টাকা জরিমানা করা হয়।

সহকারি প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান বলেন, জরিমানাপ্রাপ্তরা বিদ্যুৎ আইন লঙ্ঘন করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে।




(এডি/এস/মে০৪,২০৬)