রহমান জীবন

চরম এই গরমে কষ্টের শেষ নেই
অস্বস্তি হাহাকার শান্তির লেশ নেই
চারদিকে অশান্তি কি যে মহা দুর্ভোগ
গরমের দাপটে বাড়ছে হরেক রোগ।

খা খা রোদে বাড়ে শুধু তৃষ্ণার জ্বালা
বাতাসেরও ছোঁয়া নেই চুপ গাছপালা
ঘাম ঝরে দিন- রাত ছটফট মনটা
দুর্বিষহ যেনো লাগে এ জীবনটা।

গ্রীষ্মের তাপদাহে দেশ যেনো পুড়ছে
অতিষ্ঠ মানুষেরা মাথা কারো ঘুরছে
কেউ কেউ হিটস্ট্রোকে হয়ে আক্রান্ত
অসুস্থ্য হয় কেউ যায় কারো প্রাণতো।






(আর/এস/মে০৪,২০৬)