ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকার তেজগাঁও থেকে ভাড়ার উদ্দেশে পিকআপ ভ্যান নিয়ে বের হওয়ার তিনদিন পর চালক জহির খান (২০) নামের এক যুবকের লাশ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের রৌহা বন্দ নামক হাওড়ের বটখালী খাল থেকে উদ্ধার করেছে ফুলপুর থানার পুলিশ। নিহত চালক জহির খানের নিয়ে আসা পিকআপটি ভ্যানটিও উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন রৌহা বন্দের বটখালী খালের পানিতে একটি ভাসমান লাশ ও আধা কিলোমিটার দূরে পরিত্যাক্ত অবস্থায় একটি পিকআপ ভ্যান দেখতে পায়। এলাকাবাসী সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পিকআপ ভ্যানের গায়ে লেখা মালিকের মোবাইল ফোনে কথা বলে জানতে পারে ওই পিকআপ ভ্যানের চালকের নাম জহির খান। সে তিন দিন আগে ভাড়ার কথা বলে গাড়ি নিয়ে বের হয়। মালিকের কাছ থেকে খবর পেয়ে চালক জহির খানের বাবা ঢাকার তেজগাঁও বেগুনবাড়িতে বসবসারত জাহাঙ্গীর খান ফুলপুরে ঘটনাস্থলে এসে নিহতের লাশ তার ছেলের বলে সনাক্ত করেন। নিহতের বাবা জাহাঙ্গীর খান জানান, তার ছেলে নিহত জহির গত ২ জুন বিকাল ৪টায় ফুলপুরের জনৈক বিল্লাল হোসেনের ফার্নিচার নেওয়ার কথা বলে ফুলপুরের উদ্দেশে গাড়ি নিয়ে বের হয়। পরদিন সকাল ১০টায়ও মায়ের সাথে জহির খানের মোবাইলে কথা হয় এবং ওইদিনই ফিরবে বলে জহির মাকে জানায়। এর পর থেকে জহির খানের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পুলিশ দুপুরে নিহতের লাশ ও পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ১১-৫৭৫২) উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের গলা ও পেটে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া যায়। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত জহির খান চাঁদপুর জেলার সদর উপজেলার মধ্যইচুলি গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।
(এটিএমআরকে/এএস/জুন ০৫, ২০১৪)