স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নিজামীর ফাঁসি বহাল রেখে আদালতের দেওয়া রায়কে আমরা স্বাগত জানাই। এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভাশেষে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপ-কমিটির আহ্বায়ক এইচটি ইমাম।

(ওএস/এএস/মে ০৫, ২০১৬)