অভিজিত রাহুল বেপারী : জেলার জিয়ানগর উপজেলার এক পুরনো  বাড়ি খননকালে  প্রাচীন  শাসনামলের ফারসি ভাষা খোদাই কৃত রুপার  ধাতব মুদ্রা পেয়ে খনন শ্রমিক ও রাজনৈতিক নেতারা নিজেদের  মধ্যে ভাগ বাটোয়ারার চেষ্টা করলেও রেহাই মেলেনি ।জিয়ানগর থানা পুলিশ  খবর পেয়ে মুদ্রা গুলো উদ্ধার করেছে ।

জানা যায় ,গত ১ মে উপজেলার সাঈদখালী গ্রামে অ্যাড. হুমায়ুন খানের পৈতৃক পুরনো ঘর ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য চার শ্রমিক মাটি খননের কাজ করছিল। খননকালে তারা ঢাকনাযুক্ত একটি মাটিরপাত্র দেখতে পান ।তখন রমিজ উদ্দিন নামের এক শ্রমিক পাত্রটি খুলে কয়েকটি মুদ্রা বের দেখেন এগুলোর পুরোনো আমলের। এরপর তিনি আর মুদ্রা বের না করে পাত্রটি নিয়ে দৌঁড়ে বাড়ি চলে যান।পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার ইন্দুরকানী থানার এসআই কামরুল ইসলাম শ্রমিক রমিজের বাড়ি থেকে পাঁচটি মুদ্রা উদ্ধার করেন। পরে রমিজের কাছ থেকে নেয়া আরো একটি মুদ্রা জিয়ানগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বিকেলে থানায় জমা দেন।

খনন কাজে নিয়োজিত থাকা সবুজ (১৫) নামে আর এক শ্রমিক দাবি করেন, ওই পাত্রে আরো মুদ্রা ছিল।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের , মুদ্রাগুলো আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদফতরে পাঠানো হবে। এছাড়া প্রশাসনের উপস্থিতি ছাড়া খনন কাজ স্থগিত রাখার জন্য জমির মালিককে নির্দেশ দেন। এ ব্যাপারে জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

(এআরবি/এএস/মে ০৫, ২০১৬)