পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ২৫ গ্রাম গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ । গাঁজা ব্যবসায়ী ও সেবনকারি মো. ইউসুফকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে জেল হাজতে প্রেরণ করে বিচারক। তার বিরুদ্ধে ৮টি মাদক সহ মোট ৯টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. ইউসুফকে তার বাড়ি থেকে ২৫ গ্রাম গাজা সহ গ্রেফতার করে পাথরঘাটা থানা পুলিশ। বুধবার (৪ মে) বিকালে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জিয়াউল হক ওই অভিযানের নেতৃত্ব দেন।

মো. ইউসুফ নিজে একজন গাঁজা সেবক ও বিক্রেতা। দীর্ঘদিন যাবৎ সে এলাকার যুবক ও উঠতি বয়সের ছেলেদের কাছে গোপনে এ মাদক বিক্রী করছে। সে নিজে নিয়মিত সেবন করে এলাকায় নিজেকে‘ সম্রাট’ বলে পরিচয় দিয়ে থাকে । একজন চিকিৎসকের পরামর্শে সে গাজাঁ সেবন করে বলে পুলিশকে জিজ্ঞাসাবাদের জবাবে জানায়।

তার বিরুদ্ধে পাথরঘাটা থানায় ৮টি মাদক দ্রব্য আইনে ও একটি অন্য অপরাধ সংগঠনের মামলা রুজু আছে বলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক প্রতিনিধিকে জানান। বৃহস্পতিবার পাথরঘাটা উপজেলা বিচারিক আদালতে সোপর্দ করা হলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান হয়।

(এমএসআই/এএস/মে ০৫, ২০১৬)