পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটার সাগরতীরবর্তী রুহিতা গ্রাম থেকে ৬ মাদকসেবী ও জুয়াড়ি গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। শুক্রবার তাদের বিরুদ্ধে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে ২টি মামলা করে উপজেলা বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে ।

পাথরঘাটা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) সিদ্দিকের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় অভিযান চালায়। অভিযান কালে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা পানি ব্যবস্থাপনা সমিতি ঘরে হানা দিয়ে ৬ জন কে আটক করে থানায় নিয়ে আসে। সেখানে তারা দল বেঁধে টাকা দিয়ে জুয়া খেলছিল কেউ ইয়াবা সেবন করছিল।

ঘটনাস্থল থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, যৌন উত্তেজক ট্যাবলেট,৪টি মোবাইল ফোন, ৪টি অনিবন্ধিত মোবাইল সিম, ৩টি টর্চলাইট, জুয়া খেলার তাস , নগদ ৪হাজার ৯৫০ টাকা আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হল- সদর ইউনিয়নের জাফর,রেজোয়ান, আলম মুন্সি,রফিক,শাহিন ও বাগেরহাট জেলার শরণখোলার রাজু। তাদের সকলের বিরুদ্ধে জুয়া খেলা ও এরমধ্যে ৪ জনের বিরুদ্ধে ইয়াবা সেবনের অপরাধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে পাথরঘাটা উপজেলা বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে বলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জিয়াউল হক প্রতিনিধিকে জানান।

(এমএসআই/এএস/মে ০৬, ২০১৬)