স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভক্তরা প্রিয় দলকে সমর্থন ও উৎসাহ দিতে কোনো কিছুরই ঘাটতি রাখতে চান না। বিষয়টি জানেন আয়োজকরাও। তারপরও মাঠে প্রবেশের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করেছে ফিফা। বিশেষ করে ভুভুজেলা, মেগাফোনসহ আরও অনেক বস্তু মাঠে নিয়ে প্রবেশ করতে পারবেন না সমর্থকরা।

বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ ব্রাজিলের ১২টি ভেন্যুতে হবে। তাতে ‘স্টেডিয়াম কোড অব কন্ডাক্ট’ নামে একটি তালিকা দিয়েছে ফিফা। যেখানে সমর্থকরা কী কী নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন আর কোনো ধরনের বস্তু সঙ্গে নিতে পারবেন না সেটা জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

দলকে সমর্থন দিতে অনেকেই বড় বড় পতাকা নিয়ে মাঠে যান। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী, পতাকার সাইজ তিন স্কয়ার মিটারের (৩২ স্কয়ার ফিট) বেশি হতে পারবে না। হলে সেটা নিয়ে মাঠে ঢুকতে পারবেন না সর্থকরা।

দর্শকরা খাদ্য ও পানীয় নিয়ে মাঠে যেতে পারবেন। কিন্তু মাত্রারিক্ত শব্দদূষণ হয় এমন বস্তুও নিষিদ্ধ করেছ ফিফা। এর মধ্যে রয়েছে মেগাফোন, আতজবাজি, হুটার্স বা ভুভুজেলা।

(ওএস/পি/জুন ০৫,২০১৪)