নিজস্ব প্রতিনিধি : আগামি অর্থবছরে বাজেটে লোহা ও ইস্পাতের কিছু উপাদান আমদানিতে শুল্কমুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে বিলেটের কাঁচামাল, স্পঞ্জ আয়রন এবং রিসিউসড আয়রন আমদানি শুল্কমুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ প্রস্তাব করেন।

তিনি বলেন, দেশে লৌহ ও ইস্পাত শিল্পের ক্রমবিকাশ খুবই আশাপ্রদ। এ খাতে ৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে।

তিনি আরও বলেন, এখাতের সুরক্ষা দেওয়ার জন্য দু’টি প্রস্তাব করছি। বিভিন্ন পণ্যের জন্য নির্দিষ্ট শুল্ক বহুদিন ধরে এক পর্যায়ে আছে তা বৃদ্ধি করা এবং বিলেটের কাঁচামাল, স্পঞ্জ আয়রন এবং রিসিউসড আয়রন আমদানি শুল্কমুক্ত করা।

(ওএস/এস/জুন ০৫, ২০১৪)