নড়াইল প্রতিনিধি :৪র্থ ধাপে শনিবার(৭মে)নড়াইলের ১২টি ইউনিয়নের আ’লীগ ৩টিতে, আওয়ামী লীগের বিদ্রোহী ৪টিতে, বিএনপি ১টি, বিএনপির বিদ্রোহী ১ এবং স্বতন্ত্র ১জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।এছাড়া ২জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় পূর্বেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নড়াইল সদর উপজেলার ৬টি ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যানরা হলেন, বাশঁগ্রামে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম, কলোড়াতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্বাস আলী সরদার, ভদ্রবিলায় আওয়ামী লীগের বিদ্রোহী শাহিদুর রহমান, শেখহাটি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী বুলবুল আহম্মেদ, শিঙ্গাসোলপুরে স্বতন্ত্র প্রার্থী উজ্জল শেখ।

এদিকে সদরের বিছালী ইউনিয়নে কোনো প্রতিদ্বন্ধি¦ না থাকায় আওয়ামী লীগের আনিছুর রহমানকে পূর্বেই বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগপ্রার্থী চৌধুরী আলাউদ্দিন, বাঐসোনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহ্ মোঃ ফোরকান মোল্যা, খাসিয়াল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী খান রাসেল সুইট, পহরডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোল্যা মোকারম হোসেন হিরু ও মাউলী ইউনিয়নে বিএনপির প্রার্থী এস.কে.এম সাজ্জাদ হোসেন ।

কলাবাড়িয়া ইউনিয়নে কোনো প্রতিদ্বন্ধি¦ না থাকায় চেয়ারম্যান পদে মাহামুদুল হাসান কায়েস বিনা প্রতিদ্বন্ধি¦তায় নির্বাচিত হয়েছেন।

শনিবার নড়াইল সদর ও কালিয়া উপজেলঅর ১২টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।





(টিএআর/এস/মে০৮,২০১৬)