ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলায় অানোয়ারা বেগম (৬৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে গোলাম রাব্বানীর (৪০) বিরুদ্ধে।

রবিবার সকালে ছেলের মারধরে মৃত্যু হয় তার। তবে শুরুতে পরিবারের সদস্যরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

পরে দুপুরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে অাড়াইটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, পৈরতলা গ্রামের মৃত জনাব আলীর ছেলে গোলাম রাব্বানী তিনটি বিয়ে করেছেন। তৃতীয় বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার-নির্যাতন করতেন তিনি।

গত শনিবার রাব্বানী বাড়িতে না থাকার সুযোগে তৃতীয় স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়ে যান। রাতে বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে মায়ের সঙ্গে ঝগড়া হয় রাব্বানীর। এ নিয়ে রবিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে বৃদ্ধা মায়ের ওপর হামলা করেন রাব্বানী। ছেলের মারধরে আনোয়ারা বেগমের মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসঅাই) অানিছুর রহমান জানান, মৃতের কপালে অাঘাতের চিহ্ন ও বাম হাতের অাঙুল বাঁকা দেখা গেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

এদিকে, এ ঘটনার পর থেকে পাষণ্ড গোলাম রাব্বানী ও তার ছোট ভাই অালী হোসেন পলাতক রয়েছেন।

অপরদিকে, মৃতের ছোট মেয়ে সুরাইয়া বেগম এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

(ওএস/এএস/মে ০৮, ২০১৬)