ডেস্ক রিপোর্ট : কোনো কারণে হারিয়ে যাওয়া সিম কার্ড পুনরায় ফিরে পেতে ১০০ টাকা কর দিতে হবে। তবে বর্তমানে মোবাইল অপারেটরদের সিম কার্ড ইস্যুর ক্ষেত্রে ৩০০ টাকা ধার্যকৃত কর আগামী অর্থবছরেও বহাল থাকছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০১৪-১৫ অর্থবছরের যে বাজেট প্রস্তাব রেখেছেন, তাতে বাজেটে সিম কার্ড পুনর্নিবন্ধনে ১০০ টাকা কর আরোপের কথা বলা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট পেশের সময় বলেছেন, প্রতিস্থাপিত সিম কার্ডের ওপর কোনো শুল্ক বা কর আরোপিত না থাকায় রাজস্ব হিসাবায়নে জটিলতার সৃষ্টি হচ্ছে। তাই স্বচ্ছতা আনয়নের জন্য প্রতিস্থাপিত সিম কার্ডের ওপর ১০০ টাকা হারে কর বা শুল্ক আরোপের প্রস্তাব করছি।

(ওএস/অ/জুন ০৫, ২০১৪)