স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপি ক্ষয়িষ্ণু আর জাতীয় পার্টি বর্ধিষ্ণু’।

‌সোমবার দুপু‌রে রাজধানীর ইমানু‌য়েলস কন‌ভেনশন সেন্টা‌রে লোগো উ‌ন্মোচন অনুষ্ঠা‌নে তিনি এ কথা বলেন।

আগামী ১৪ মে জাতীয় পার্টির কাউন্সিল উপলক্ষে এরশাদ বলেন, ‘আমাদের সামনে সুযোগ এসেছে। এই সুযোগ হেলায় হারানো যাবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

আসন্ন কাউন্সিলে লাখো জনতার সমাবেশ করে দেখিয়ে দিতে হবে যে, জাতীয় পার্টি জেগে আছে, জাতীয় পার্টি হারায়নি বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অন্যদের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন জাতীয় পা‌র্টির সি‌নিয়র কো-চেয়ারম্যান বি‌রোধী দলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কা‌দের, মহাস‌চিব এ‌ বি এম রুহুল আ‌মিন হাওলাদার, প্রে‌সি‌ডিয়াম সদস্য গোলাম হা‌বিব দুলাল, অধ্যাপক দে‌লোয়ার হো‌সেন খান, তাজুল ইসলাম চৌধুরী এ‌মপি, ফখরুল ইমাম এম‌পি, সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাড, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

(ওএস/এএস/মে ০৯, ২০১৬)