ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘বাংলার জনজীবন; প্রসঙ্গ মানস রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্য করে রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তি উদযাপিত হয়েছে। প্রথমপর্বে প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। ‘বাংলার জনজীবন; প্রসঙ্গ মানস রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবুল কালাম আজাদ।

প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, অধ্যাপক হাসানুজ্জামান ও কলামিষ্ট মুরাদ আলী মালিথা। দ্বিতীয়ার্ধে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, ড. কুয়াশা মাহমুদ ও মীম। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন কৃষ্ণা বিশ্বাস, সেলিনা শাহদত, ই ম শহীদুল ইসলাম, অধ্যাপক রেজাউর রহিম বাবু, রিপন বিশ্বাস, দ্বীপান্বিতা মন্ডল, তানজীম তামান্না কিন্তু, শ্বাশ্বত কুমার, মাহমুদ, মামুন ও মৌসুমী। সাংস্কৃতিক অনুষ্ঠান বিপুল সংখ্যক দর্শক-শ্রোতাকে বিমোহিত করে।

(এসকেকে/এএস/মে ০৯, ২০১৬)