নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ৩০জন গাভী পালনকারীর মাঝে বিনামুল্যে ৩০বস্তা গো-খাদ্য বিতরণ করা হয়েছে। ইকো কো-অপারেশনের অর্থায়নে ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগীতায় এবং আরডিআরএস’র তত্বাবধানে নীলফামারীর লক্ষ্মীচাপ এবং সৈয়দপুরের কাশিরাম বেলপুকুরের গাভী পালনকারীদের প্রদর্শনী প্লট তৈরির জন্য গো-খাদ্য বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের জেলা মার্কেটিং অফিসার সৈয়দ মোঃ গোলাম মোস্তফা, প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিং এন্ড ইন্সটিটিউটের উন্নয়ন অফিসার শাহ মোঃ হাসানুজ্জামান, আরডিআরএস নীলফামারীর সিনিয়র কৃষি অফিসার নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গ্রামীন বিক্রয় ও সেবা কেন্দ্রের সাথে অংশীদারিত্ব মুলক কাজের অংশ হিসেবে নিউ পার্টনারশীপ ইন পিএমএসডি, আইভিসিডি এন্ড এফইডি প্রকল্পের আওতায় গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে গাভী পালনকারীদের নিয়ে কাজ করা হচ্ছে।

(ওএস/এস/জুন ০৫, ২০১৪)