রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর ও বাগমারায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও অসুস্থ হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার দুপুরের ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার আতা নারায়নপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), হতাতৈড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ (৫০) ও ডাঙ্গাপাড়া গ্রামের শ্রী সৈত চন্দ্র (৩০)।

আহতদের মধ্যে পুল্লাকুড়ি গ্রামের জালাল উদ্দিনকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বারইপাড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আলিমন বেগম (৭০) ও মোল্লা ডায়িং গ্রামের ছমির উদ্দিনের স্ত্রী জাহানারা বেগমকে (২৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, তিনজন বজ্রপাতে মারা যাওয়ার কথা শুনেছি। নিহতদের পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

(ওএস/এএস/মে ১২, ২০১৬)