হৃদয়ের বিনিময়

জ্যোছনা পেরিয়ে এসেছো আমার কাছে
এখন আঁধারে পেও না মোটেও ভয়
চাঁদকে বলেছি আবার উঠবে হেসে
যখন তোমার ফেরার সময় হয়!!

তোমার কোমল পরশে জেগেছে দেখো
এই খোলা প্রান্তর
মেঘেরা থাকবে আকাশে দাঁড়িয়ে ঠাঁয়
নামবে না হয়ে ঝড়
মধুর আবেশে ভরাবো হৃদয় আজ
চোখ পেতে নেবো জীবনের বিস্ময়! !

সকাল দুপুর রাত্রি এখন মিশেছে একটি তারায়
দুজনেই আজ হারাতে চাই যে সুরের ঝর্নাধারায়।

সূর্যের আজ জাগার নেই কো তাড়া
ভাঙবে না তার ঘুম
এই মধুরাত হবে না সহসা শেষ
হবে গাঢ় নিঝঝুম
যতটা ইচ্ছা থাকবো নিবিড় হয়ে
নীরবে করবো হৃদয়ের বিনিময়॥