রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শিক্ষক সমিতির চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু।

এ সময় তিনি বলেন, অধ্যাপক রেজাউল করিমের নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের খুঁজে বের করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান আন্দোলন মাননীয় মন্ত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোষীদের শনাক্তকরণে এবং শাস্তি বিধানে সরকারি দফতরগুলোর আন্তরিকতার অভাব দেখা গেলে শিক্ষক সমিতি আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল্লাহসহ আন্দোলনরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একইভাবে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগও তাদের চলমান কর্মসূচি স্থগিত করেছে। ২৩ এপ্রিল থেকে তারা হত্যাকারীদের বিচার দাবিতে মৌন মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলো।

২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গত সোমবার জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

(ওএস/এএস/মে ১৭, ২০১৬)