নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লা থানার ১নম্বর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মাসুদ ওরফে টুণ্ডা মাসুদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

উপজেলার লালপুর এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে গ্রেফতার করা হয়। মাসুদ লালপুর এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপাপ্ত কর্মকতা (ওসি) আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ ওরফে টুণ্ডা মাসুদ ফতুল্লা থানার ১ নম্বর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

(ওএস/এইচআর/জুন ০৬, ২০১৪)