চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরসহ আশপাশের উপজেলার গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ আর ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গরসে হাসফাঁস করছে প্রাণিকূলও।

সোমবার বিকেলে মাঠে ধান কেটে বাড়ি ফিরে গরমে অস্থির হয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই কৃষি শ্রমিক রয়েজ উদ্দিন সরদার (৫২) মারা যায়। সে উপজেলার বিলচলন ইউনিয়নের বড়সিঙ্গা গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে।

এদিকে প্রচন্ড তাপদাহ আর গরমের সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। গরমের কারণে হাসপাতালে হিটস্ট্রোক ও ডায়রিয়া আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছেই।

(এসএইচএম/এএস/মে ১৭, ২০১৬)