রাজবাড়ী প্রতিনিধি : দীর্ঘ আড়াই বছর পর আজ বুধবার দুপুর ১২.০০ ঘটিকার পরে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্র রিফাত হত্যায় রাজবাড়ী আদালত দুইজনের ফাঁসি এবং এক জনের যাবৎ জীবন কারাদন্ড প্রদান করেন। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জন মোঃ ওসমান হায়দার এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত দুজন হলেন রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের রনজিৎ সরকারের ছেলে রঞ্জন সরকার এবং একই গ্রামের দুলাল শেখের ছেলে মোঃ রাসেল। অন্য যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী হলেন চরনারায়ণপুর গ্রামের অব্দুল মালেক শেখের ছেলে রণি।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ০৬ নভেম্বর বিদ্যালয় থেকে বাড়ী ফেরায় পথে রিফাতকে অপহরণ করেন আসমীরা। এরপর রিফাতের বাবা মোঃ মোক্তার আলীর মোবাইল ফোনে ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে কিন্তু রিফাতের বাবা মুক্তিপণ দিতে ব্যার্থ হবার কারনে রিফাতকে হত্যা করে সাজাপ্রাপ্ত আসামীরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবি রাজবাড়ী জেলা আদালতের পিপি মোঃ উজির আলী বলেন উক্ত ঘটনার প্রেক্ষিতে রিফাতের বাবা মোক্তার আলী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। রায়ে রিফাতের পরিবার অশ্র“শিক্ত কন্ঠে সন্তোষ প্রকাশ করেন।

(ডিবি/এএস/মে ১৮, ২০১৬)